শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সাগরে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃ্ত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
মৃ্ত্যু হওয়া মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে।
সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদ্রাসার ছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সকলে সাগরে গোসলে নামে। মাহমুদুরের সাথে আসা বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। এতে ভেসে যেতে থাকলে বন্ধুদের শোর চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মিরা এগিয়ে এসে মুর্মূষাবস্থায় তাকে উদ্ধার করে। “
পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান, পর্যটন শাখার এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তানভীর হোসেন জানান, মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
.coxsbazartimes.com
Leave a Reply