শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল, শনাক্তদের ধরতে তৎপর পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে ২০-৩০ জন লোক। মঙ্গলবার সকাল ৬টার দিকে কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে নেতৃত্ব দিতে দেখা গেছে কক্সবাজারের যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাফ সিকদারকে।

এ সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ (ব্যানারে বাংলদেশ লেখা) হাসবে’ লেখা ব্যানার নিয়ে মোনাফ সিকদারের নেতৃত্বে বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মিছিলটি সুগন্ধে পয়েন্টে এসে বক্তব্য রাখেন মোনাফ সিকদার। এরপর পরই মিছিলকারীরা দ্রুত সটকে পড়ে।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম ‍উদ্দিন চৌধুরী জানান, কৌশলে একটি মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। এরমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলাও আছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, যে সময় ঝটিকা মিছিলটি করা হয়েছে তখন টহল পুলিশ থানায় ফিরে গেছে। এই সুযোগে মিছিলকারীরা মিছিলটি করার সুযোগ পেয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888