শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
দৈনিক সমকাল পত্রিকায় গত ৪ মে ‘টেকনাফ সীমান্তে চোরাচালানের নেপথ্যে ‘সেভেন স্টার’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের একাংশে আমাদের দুইজনকে ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
প্রকৃতপক্ষে সম্প্রতি সাগরপথে মিয়ানমারের পাচারকালে ৬০০ বস্তা সারসহ দশ পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড। একই সেন্টমার্টিনে নিয়ে যাওয়ার কথা বলে মিয়ানমারে পাচার করেছে ৪০০ বস্তা সিমেন্ট আর ঢেউটিন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে কারা এর সাথে জড়িত এ সংক্রান্ত সংবাদ অসংখ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোথাও আমাদের নাম না থাকলে সমকাল পত্রিকায় কোন কারণ ছাড়াই আমাদের জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তকর সংবাদ প্রকাশ হয়েছে।
প্রকৃত পক্ষে আমরা কোনভাবে এ ধরণের জঘন্য অপরাধের সাথে জড়িত নয়। মুলত প্রকৃত জড়িত ব্যক্তিরা নিজকে আড়াল করতে অর্থের বিনিময়ে আমাদের জড়িয়ে মিথ্যা তধ্যের সংবাদটি প্রকাশ করেছেন।
আমরা পাচারের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাই। একই সঙ্গে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
নিবেদক :
আবু তালেব ও মো. আজিম, সেন্টমার্টিন।
.coxsbazartimes.com
Leave a Reply