শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের পশ্চিম উপকূলে জোয়ারের স্রোতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ। লাইফ জ্যাকেট পরা অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি মো. কাইসার হামিদ জানান, সোনাদিয়ার সৈকতে ভেসে আসা মরদেহটি রবিবার রাতে উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করা যায়নি এখনো, তিনি কোনো পর্যটক হতে পারেন। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরও পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে সরকারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানান, আনুমানিক ২৭ থেকে ২৮ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল হাফ প্যান্ট এবং কানে লাগানো ছিল হেডফোন।
.coxsbazartimes.com
Leave a Reply