শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সাগরপথে অবৈধভাবে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সার সহ ১১ জন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড; এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ।
আটকরা চট্টগ্রাম জেলা ও উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লে. কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, বুধবার মধ্যরাতে কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী গভীর সাগরে কোস্টগার্ডের জাহাজ মনসুর আলীর সদস্যরা একটি মাছ ধরার ট্রলার দেখতে পায়। মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা বলবৎ থাকায় সাগরে ট্রলারটি দেখে কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হয়। এসময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দিলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে ধৃত করতে সক্ষম হন।
“ ট্রলারটি তল্লাশী করে পাওয়া যায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচার করা ৭৪২ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এসময় ট্রলারে যোগে পাচারকাজে জড়িত থাকা ১১ জনকে আটক করা হয়েছে। “
কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ উদ্ধার করা সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ের গুদামে এবং ট্রলারটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে. কমান্ডার হারুন-অর-রশিদ।
.coxsbazartimes.com
Leave a Reply