শনিবার, ১৭ মে ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মাঠের চাষিদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে লবণ কিনবে সরকার : শিল্প মন্ত্রণালয়ের সচিব

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর থেকেই মাঠের চাষিদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে সরকার লবণ কিনবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান। তিনি বলেছেন, এ জন্য কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে সংরক্ষণাগার তৈরি করা হবে এবং এর লক্ষ্যে জায়গা খোঁজা হচ্ছে বলে।

রবিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে সার্বজনীন লবণ আয়োডাইজেশন (ইউএসআই) কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত স্টেকহোল্ডারদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবার কোরবানি চাহিদা অনুসারে লবণের পর্যাপ্ত মজুদ আছে মন্তব্য করে তিনি বলেন, গত ৫ আগস্টের পর দেশে নতুন করে লবণ আমদানির অনুমতি শিল্প মন্ত্রলালয় দেয়নি। প্রয়োজন ছাড়া দেশে লবণ আমদানির অনুমতি দেয়া হবে না। লবণ সংক্রান্ত নীতিমালার চিন্তা করছে সরকার। এই নীতিমালা হলে নির্ধারিত দামের বেশি কেউ নিতে পারবে না।’

এছাড়াও মাঠ পর্যায়ের প্রকৃত লবণ চাষিরাই যেন জমি বরাদ্দ পায় সে ব্যাপারে সরকার কাজ করছে বলেও জানান সচিব।

বিসিকের তথ্যমতে, চলতি মৌসুমে আজ পর্যন্ত দেশে লবণ উৎপাদন হয়েছে ২০ লাখ ৭১ হাজার মেট্রিক টন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিসিক এর চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, লবন চাষি ও মিল মালিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888