শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এনসিপির স্থানীয় নেতা রাইয়ান কাশেমকে প্রধান আসামি করে অজ্ঞাতনামাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে; মামলায় এবি পার্টির কেন্দ্রিয় নেতা ও তারা বাবা জাহাঙ্গীর কাশেমকেও এজাহারভূক্ত আসামি করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে নিহতের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন বলে জানান, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
মামলার আসামিরা হল, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় বসবাসকারি জাহাঙ্গীর কাশেমের ছেলে রাইয়ান কাশেম (৩০), তার চাচা তানভীর কাশেম (৫০), কক্সবাজার শহরের মাঝের ঘাট এলাকার মোহাম্মদ আনোয়ার (৫০), প্রধান আসামির বাবা জাহাঙ্গীর কাশেম (৬০), টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার আলী আহম্মদের ছেলে মোহাম্মদ হোছাইন ওরফে হোছেন (২৮) এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ পুঁইছড়ি এলাকার রেজাউল করিমের ছেলে মো. মিজানুর রহমান ওরফেমিজান (১৯)।
রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) স্থানীয় নেতা। তার বাবা জাহাঙ্গীর কাশেম ছাত্র শিবিরের আলোচিত সাবেক নেতা এবং বর্তমানে আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি ) কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি।
এদের মধ্যে প্রধান আসামি রাইয়ান কাশেম এবং এজাহারভূক্ত আসামি মোহাম্মদ হোছাইন ও মিজানুর রহমান গ্রেপ্তার হয়ে আদালতের আদেশে কারাগারে রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার মধ্যরাতে নিহত আলী আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে রাইয়ান কাশেমকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এজাহার দায়ের করেন। পুলিশ মামলাটি নথিভূক্ত করেছে।
তিনি বলেন, এর আগে মামলার এজাহারভূক্ত তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছিল। মঙ্গলবার সকালে কক্সবাজারের আদালতে প্রেরণ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার এজাহারভূক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার।
এদিকে মঙ্গলবার রাতে কক্সবাজার শহরে এনসিপি নেতা রাইয়ান কাশেমকে ষড়যন্ত্রমূলক মামলা গ্রেপ্তারের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুদ্ধ ছাত্র জনতা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এনসিপির বিক্ষুদ্ধ নেতাকর্মিরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচী শেষ করেন।
উল্লেখ্য, রোববার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামে একটি হ্যাচারীতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
এতে নিহত আলী আকবর কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে।
নিহতের পরিবারের দাবী, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূলত জমি বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ খুনের ঘটনা ঘটিয়েছে।
তবে ঘটনায় উত্তেজিত জনতার হামলা শিকারের আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবী করেন, তাদের হ্যাচারীতে চুরির করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করে। এতে মারা যান তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply