শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ( ১৩ মে) ভোর রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে। পরে তাঁর দেওয়া তথ্যমতে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
.coxsbazartimes.com
Leave a Reply