শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সুরাজপুর ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।
নিহতরা হলেন, উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও পূর্ববড় ভেওলা ইউনিয়নের দিয়ারচর এলাকার ফৌজুু মিয়াজি বাড়ির কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কাইছার (৩৫)।
ওসি মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লামা উপজেলা পরিষদ থেকে যাত্রী নিয়ে চকরিয়া ফিরছিলেন সিএনজি চালিত অটোরিকশাটি । রাত সাড়ে ১১টার দিকে অটোরিকশা চকরিয়া উপজেলার সুরাজপুর ব্রীজের পূর্বপাশ এলাকায় পৌঁছলে সড়কের উপর রাখা কংকরের স্তুপের পাশ দিয়ে যাওয়ার পথে পিছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। চালকসহ অপরাপর যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুই যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply