শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

টেকনাফে অস্ত্র সহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাংস্থ ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি সহ নজির আহমেদ (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব ১৫।

বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্তি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক নজির আহমেদ (২৮) ওই ক্যাম্পের ব্লক সি/১ এর মৃত জাফর আহমেদের ছেলে।

অতিরিক্তি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি সহ এ যুবককে আটক করে। এব্যাপারে মামলা করে আটককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888