শনিবার, ১৭ মে ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

টেকনাফ স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি: ভোক্তা মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম গতিশীল করার জন্য পোর্টের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

শনিবার (২১ অক্টোবর) টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে এ কথা জানান ভোক্তার ডিজি।

তিনি বলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরে অবস্থিত এ স্থলবন্দর। ২০০৩ সালে এ স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রায় ২৭ একর জমির উপর প্রতিষ্ঠিত স্থলবন্দর দিয়ে মাছ, সুপারি, আদা, নারিকেল, তেঁতুল ইত্যাদি পণ্য আমদানি করা হচ্ছে। তবে বর্তমানে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে বলে জানায় ভোক্তা অধিকার।

এ পরিস্থিতিতে বন্দরের কার্যক্রম গতিশীল করার জন্য পোর্টের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান ভোক্তা মহাপরিচালক।

এসময় আরও উপস্থিত ছিলেন টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) মো. এরফানুল হক চৌধুরী, টেকনাফ স্থলবন্দরের জেনারেল ম্যানেজার জসীম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888