মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের পিএমখালীতে আলোচিত মোহাম্মদ মোরশেদ হত্যায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
শুক্রবার ভোরে টেকনাফ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মোরশেদকে। আসামিদের বরাত দিয়ে র্যাব বলছে, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে আকুতি জানিয়ে মোরশেদ বলেন, ‘এখন বেশি ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ তবে আসামিরা তাঁকে সে সুযোগ দেয়নি।
গ্রেপ্তার পাঁচজন হলেন মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক। র্যাব বলছে, আসামিরা ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান বলেন, আসামিরা টেকনাফ থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছেন, গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেন।
আসামিদের বরাত দিয়ে মাহফুজুর রহমান বলেন, মোরশেদ আসামিদের ইফতারের পর তাঁকে হত্যা করার জন্য আকুতি জানিয়ে ছিলেন। কিন্তু তাঁরা সে সুযোগ দেননি। ৭ এপ্রিল কক্সবাজারের পিএমখালীর বাসিন্দা মোরশেদ ইফতারি কেনার জন্য স্থানীয় চেরাংঘর স্টেশনে বের হলে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে রাত আটটার দিকে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা হয়।
.coxsbazartimes.com
Leave a Reply