রবিবার, ১৮ মে ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

মহেশখালী পৌরসভার মেয়র মকছুদকে গ্রেফতারের দাবী মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক : মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে কক্সবাজারের মুক্তিযোদ্ধারা

মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে কক্সবাজারের মুক্তিযোদ্ধারা।

বুধবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহেশখালীর স্বীকৃত রাজাকার হাসেম সিকদারের পুত্র, পৌর মেয়র মকছুদ মিয়া ও তার লালিত সন্ত্রাসীদের হাতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের পরিবার অসহায়। গত ২৪ নভেম্বর রাতে মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীরা এখনও প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্তদের এখনো গ্রেফতার করা হয়নি। বিজয়ের মাসেও পালিয়ে বেড়াতে হচ্ছে এ পরিবারটিকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888