শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
কাইছার সিকদার, কুতুবদিয়া : কুতুবদিয়া দ্বীপের অদুরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে যাওয়া দ্বীপের দক্ষিণ ধুরুং ইউনিয়নের মশরাফ আলী বলিপাড়ার আলী আহমদের পুত্র ফরিদুল আলম (৪৫) রবিবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসারত অবস্হায় মারা যান।
গত ৩০ অক্টোবর কুতুবদিয়া উপকূলে ফিশিং ট্রলারের ইঞ্জিন ও গ্যাস বিস্ফোরণ হয়ে ১৪ জেলে অগ্নিদগ্ধ হয়েছিল।
তাদের মধ্যে ৬ জনের অবস্হা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঐ সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিন দিন চিকিৎসা দেয়ার পর উক্ত রোগীগুলোর শরীরের অবস্থা অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তরিত করা হয়। রবিবার ৭ নভেম্বর/২১ সকাল ৮টায় ফরিদুল আলম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জেলে সাইফুল ইসলাম (২২) ৮১শতাংশ, নুরুল হোসাইন(৩৫) ৫৫শতাংশ, মিনহাজ(১৪) ৪৮শতাংশ, দিলসাদ(২০) ৪৭শতাংশ, সাদ্দাম(২৫) ১১শতাংশ, মামুন(২৪) ১৪শতাংশ, জিসাদ(১৭) ৪৭শতাংশ হারে শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ সূত্রে জানা যায়৷
স্থানীয় দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আযাদ জানান, দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলিপাড়ার এলাকার আনসার মিস্ত্রীর মালিকানা এফ,বি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ২২ জন জেলে নিয়ে উপকূল হতে গত এক সপ্তাহ পূর্বে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৩০ অক্টোবর/২১ শনিবার রাত ১০টার সময় মাছ ধরে ফিশিং ট্রলারটি অলিপাড়া উপকূলে ফিরে আসে। এ অবস্হায় ট্রলারের ড্রাইভার মেশিন বন্ধ করতে গেলে মেশিনে আগুন ধরে যায় সেখান থেকে উত্তাপ ছড়িয়ে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের মাধ্যমে সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। জেলেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু মেশিন ঘরে ১০ ব্যারল ডিজেল মজুদ ছিল। ডিজেলে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
.coxsbazartimes.com
Leave a Reply