রবিবার, ১৮ মে ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সরকারি ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষেও দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে সাগরে মাছ শিকারে যেতে পারছে না কক্সবাজারে লক্ষাধিক জেলে। যার বাঁকখালী নদীর মোহনায় নোঙর করা ট্রলারে অবস্থান করছেন জেলেরা।
শুক্রবার মধ্যরাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যায় বেশকিছু ট্রলার। কিন্তু সাগরে প্রবল জোয়ারে ঢেউয়ের আঘাতে দূর্ঘটনায় কবলিত হয় দুটি ট্রলার। তবে কেউ হতাহত হয়নি। অন্য জেলেরা তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।
এদিকে কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। যার কারণে সাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানি ২-৩ ফুট বেড়েছে। তাই পরবর্তী নিদেশনা না দেয়া পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌকাসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলেছে আবহাওয়া অফিস।
.coxsbazartimes.com
Leave a Reply