রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

নাফনদী থেকে আরো এক শিশুর মৃতদেহ উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের নাফ নদী থেকে আরো এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে হ্নীলা ইউপি নাফ নদী সংলগ্ন ফুলেরডেইল চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ একটি পরিবার ক্যাম্প থেকে গোপনে নৌকায় করে মায়ানমারে পার হওয়ার চেষ্টা করে। কিন্তু পথে নৌকাটি ডুবে যায়। পরিবারের কর্তা এখনো নিখোঁজ রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃআব্দুল আলিম। তিনি জানান, সকালে চরে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে মৃতদহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার এক নারী ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888