রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

কলাতলীতে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের মধ্যম কলাতলী এলাকা থেকে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে এ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন মধ্যম কলাতলীর শামছুল আলমের স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও তার ছেলে মো. সাইফুল ইসলাম।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গীয়াস।

তিনি জানান, সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে এই দুই জনকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888