শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি ‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু চকরিয়া থেকে অস্ত্র সহ ‘ডাকাত দলের’ ৪ সদস্য গ্রেপ্তার বন কর্মকর্তা হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টেকনাফে গলায় ফাঁস গালানো মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কুতুবদিয়ায় ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কুতুবদিয়া প্রতিনিধি : কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নে থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী ৪নং ওয়ার্ডের মৃত আহমদ হোসাইনের ছেলে তৌহিদুল ইসলাম (প্রকাশ সোনাইয়া) (৪৭), আহসান উল্লাহ মানিক (৩৮), মামুন উদ্দিন (৩৫), একই এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে গিয়াস উদ্দিন(৪৫) এবং আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে আমির হোছাইন (৬০)।

কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, উপজেলার বড়ঘোপ ও আলি আকবর ডেইল ইউনিয়নের ৫ পালাতক আসামীর অবস্থানের গোপন সংবাদ পেয়ে আমরা তাদের গ্রেপ্তারে অভিযানে নামি। থানার ওসি মোঃ জালাল উদ্দীনের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে এসআই রায়হান উদ্দিন, এসআই সানা উল্লাহ, এসআই মকবুল হোসেন, এসআই নূরে আলম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বড়ঘোপের আমজাখালী এবং আলী আকবর ডেইলের তাবালেরচর এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে পলাতক আসামী তৌহিদুল ইসলাম (৪৭), আহসান উল্লাহ মানিক(৩৮), মামুন উদ্দীন (৩৫), গিয়াস উদ্দিন (৪৫) ও আমির হোছাইন(৬০) নামে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারী হওয়ার পর থেকে তারা এলাকা ছেড়ে পালাতক ছিল বলে তিনি জানান।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দীন বলেন, গোপন সংবাদ পেয়ে বৃহ¯পতিবার ভোর রাতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888