শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

অনিরুদ্ধ ।। রহিম ক্যালভিন

কালো পর্দায় বন্দি ভাগ্যবাদী শরীর
অনাসক্তে সঁপে দেয় চুক্তিবদ্ধ প্রেমহীন কবজায়!

নেকাব অন্দরের হাসি,
নেকাব অন্দরের অশ্রু কেবল তড়পায়; হৃদয়ের গান
বিচলিত হৃদয়ে ডুঁকরে মরে যোগ্য শ্রোতার অভাবের যন্ত্রণায়!

অত:পর চুপি চুপি তৃপ্তি খোঁজে গোপন সুন্দর, বেগানা দর্শনে!

দ্রোহের দহন বিদ্রোহী হয়ে উঠলে
সত্তা মূলে জেগে উঠে অগ্নিময় মুক্তির আকাংখা।

দূরন্ত ইচ্ছের সহজাত তাড়নায় একদিন ছিন্ন হয় কাগুজে চুক্তি;
একদিন ছিন্ন হয় হৃদয়হীন জৈবিক বন্ধন!
অত:পর স্নায়ূর সমূহ মিথ্যে স্বভাব জমা হয় বিস্মৃতির স্তুপে।

এভাবেই, কালো পর্দার অন্তরাল বন্দি
দহনকালের দিনগুলো একদিন বদলে যায়।

পাপীষ্টা অপবাদের বিপরীতে
কেঁপে উঠে সত্তা,
জ্বলে উঠে মুক্তিকামী অহংকার।

৭/৩/২০১৭, কক্সবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888