সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

সড়কে ৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া ও ‍উখিয়ায় পৃথক ৩ টি সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়া এবং শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এর মধ্যে রবিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ফাঁশিয়াখালি রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় নিহত দুই ব্যক্তি হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাফর আলম ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজ পাড়ার বাসিন্দা আবদুল মালেক।

রাত ৯ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মাথা নামক এ দুর্ঘটনয় নিহত হলেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হাবিব উল্লাহ’র ছেলে মোহাম্মদ জুনায়েদ।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চকরিয়ার ফাঁশিয়াখালী রাস্তার মাথা এলাকায় পৌঁছলে আগে থেকে খোলা থাকা বাসের সাইট বাক্সের ঢালা (ঢাকনা)র ধাক্কায় আবদুল মালেক গুরুতর আহত হয়। ওই বাস একইভাবে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা পৌর কাঁচা বাজারের নাইটগার্ড জাফর আলমকে ধাক্কা দিলে গুরুতর হয়। স্থানীয় লোকজন ঘটনার পরপরই আহত দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মারা যায়।

তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী রাস্তার মাথা নামক এলাকায় সড়কে একটি মিনি ট্রাক গতিপথের দিক পরিবর্তন করতে মোড় নিচ্ছিল। এসময় কোটবাজার স্টেশন দিক থেকে আসা একটি মোটর সাইকেল গাড়ীটির সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুইজন আরোহী এবং এক পথচারী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় দুর্ঘটনা গাড়ী দুইটি জব্দ করেছে পুলিশ। ঘটনার পরপরই মিনি ট্রাকটি পেলে চালক পালিয়ে গেছে।

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888