সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর অবশিষ্ট অংশেও মাছ ধরার অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা।
সোমবার কক্সবাজার শহরের জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে জেলে সমাজের ব্যানারে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দীর্ঘ প্রায় ৭ বছর ৯ মাস পরে জেলেরা নাফ নদীর শাহপরীর দ্বীপ হতে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরার অনুমতি প্রদান করা হয়। হাইকোর্টের আদেশে ফেব্রুয়ারি মাসে প্রদান করা হয় অনুমতি। টেকনাফ জেটিঘাট থেকে হ্নীলা, হোয়াইক্যং অংশে এখনও বন্ধ রয়েছে মাছ ধরা। এতে জেলেরা মানবেতর জীবন যাপন করছে। তাই দ্রুত অবশিষ্ট অংশেও উন্মুক্ত করার দাবি জানানো হয়।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংগতি জানিয়ে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারি, উখিয়া বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
.coxsbazartimes.com
Leave a Reply