শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনয়ন পত্র দাখিলকারি ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হয়েছে।
রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে শুরু হয় কক্সবাজার ১ ও ২ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কাজ।
কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, কক্সবাজার ১ আসনের পর কক্সবাজার ২ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। কক্সবাজার ২ আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকলের মনোনয়ন পত্র বৈধ হয়েছে।
৭ প্রার্থী হলেন, আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মোঃ ইউনুস, বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশা।
.coxsbazartimes.com
Leave a Reply