রবিবার, ১৮ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

নয়াপাড়া ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতাক আসামি দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৬ফেব্রুয়ারি) ভোররাতে হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা একই ক্যাম্পে ব্লক-আই,শেড-৫০৬/৫-৬,এমআরসি-০০১২১বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে মোঃ ইসমাইল(২৯) ও ব্লক- আই,শেড-৫৩৮/-২,এমআরসি-৬১২০৮বাসিন্দা মৃত নবী হোসেনের ছেলে নুর ইসলাম(২০)।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আই-ব্লকস্থ জগিরের ডেইল এলাকায় অভিযান চালানো হয়।এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।তারা একাধিক মামলার আসামি ও রোহিঙ্গা সন্ত্রাসী চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য।তিনি আরো বলেন,গ্রেফতারকৃতরা ক্যাম্প এলাকায় মাদক কারবারি,অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888