শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

কুতুবদিয়ায় শুরু হল কমিউনিটি ক্লিনিকে করোনা টিকা কার্যক্রম

কাইছার সিকদার, কুতুবদিয়া : সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় শুরু হয়েছে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯(নয়) টায় উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ, কৈয়ারবিল লেমশীখালী ইউনিয়নের ৮টি কমিউনিটি ক্লিনিকে এ কর্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উঃ পঃ পঃ কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গেজব মাতবর এবং সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনি বৃন্দ।

আগ্রহ নিয় টিকা নিতে ক্লিনিকগুলোতে সকাল থেকেই ভিড় শতশত নারী পুরুষের৷ নিজের বাড়ির পাশেই গুরুত্বপূর্ণ এই টিকা গ্রহণের সুযোগ পাওয়ায় এই সুন্দর ব্যবস্থা করায় সরকারের প্রতি সাধুবাদ জানান সকলে৷

উল্লেখ, প্রতিটি কেন্দ্রে ৫’শ করে আট টি কেন্দ্রে মোট ৪’হাজার টিকা প্রদান করা হয়েছে। বাকী ৪টি কেন্দ্রে ১০নভেম্বর বুধবার টিকাদান শুরু হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888