রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
উখিয়া প্রতিনিধি: উখিয়ায় ফের ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
২৮ আগষ্ট (শনিবার) ভোর ৫টার দিকে ঘুমধুম বিওপি’র সদস্যগণ কর্তৃক সিএনজি তল্লাশী চালিয়ে এ ইয়াবার চালান উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল উখিয়ার পালংখালীর কাস্টম মোড়ে নয়াপাড়া থেকে কুতুপালংগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে সিএনজির ভিতরে থাকা বস্তা তল্লাশী করে তিন লক্ষ বিশ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য নয় কোটি ষাট লক্ষ টাকা।
এসময় নাইক্ষ্যংছড়ির হেডম্যানপাড়া এলাকার মৃত ওয়ারেদ আলীর ছেলে সিএনজি ড্রাইভার মোঃ সায়েদ আলমকে আটক করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত পহেলা জানুয়ারি হতে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৩৩ লাখ ৬৭ হাজার ৫৬৭ পিস বার্মিজ ইয়াবাসহ ১৬১ জন আসামী আটক করে।
.coxsbazartimes.com
Leave a Reply