শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ২৪ ঘন্টায় করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। একই সঙ্গে নতুন করে আরো ১৮৫ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৩৬ জন।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের তথ্য মতে, শনিবার (৩১ জুলাই) নতুন করে আরো ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়ে আক্রান্তে হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৮৯ শতাংশে। আক্রান্ত মোট ১৭ হাজার ৮৩৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩০৫ জন। এই পর্যন্ত সুস্থ হওয়ার হার ৮০ হার ৪৬ শতাংশ, মৃত্যুহার ১ দশমিক ৩২ শতাংশ। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৬২৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২২৩ জন। মৃত্যু ১৮৪ জনের মধ্যে রোহিঙ্গা রয়েছে ২৮ জন। অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদরে ৮৮, রামুতে ১০, উখিয়ায় ১৫, চকরিয়ায় ২০, টেকনাফে ১৭, পেকুয়ায় ৫, কুতুবদিয়ায় ৩ এবং মহেশখালীতে ৪ জনের মৃত্যু হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply