শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে কিছু খেলা শুরু করার ভাবনা

বিডিনিউজ: করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে তিন মাস ধরে বন্ধ হয়ে থাকা দেশের ক্রীড়াঙ্গন ‘স্বাস্থ্য মন্ত্রাণলয়ের মতামত সাপেক্ষে’ ধীরে ধীরে খোলার ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় প্রতিমন্ত্রীর বক্তব্যে এই ইংগিত আসে।

তাকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে দেশের খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্রীড়াঙ্গন খুলে দিতে আগামী সপ্তাহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী রাসেল।

তিনি বলেন, “যে সকল ঘরোয়া খেলায় বডি কন্ট্যাক্ট নেই, সে খেলাগুলো আমরা পুনরায় শুরু করতে চাই। তবে তা অবশ্যই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে। আমরা খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

“আমরা আগামী সপ্তাহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলব। তাদের মতামত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

আগামী বছর অলিম্পিক গেমসের জন্য কীভাবে স্বাস্থ্যবিধি মেনে আর্চারি ও শুটিংয়ের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়েও ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া ফেডারেশনগুলো সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে চায়, তা দ্রুততম সময়ের মধ্যে লিখিত আকারে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী রাসেল।

যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন ছাড়াও সাঁতার, শুটিং, ভলিবল, ভারোত্তোলন, হ্যান্ডবল, কারাতে, আর্চারি, মহিলা ক্রীড়া সংস্থা ও তায়কোয়ানদো ফেডারেশনের সাধারণ সম্পাদকরা এ সভায় উপস্থিত ছিলেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে গত ৪ এপ্রিল দেশে সব ধরনের খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দুই মাস লকডাউনের পর মে মাসের শেষে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হলেও ক্রীড়াবিদদের এখনও মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888