শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
মসজিদ ভেঙে যদি মন্দির গড়ে
নিশ্চিত ভগবান দূরে যাব সরে
রাগে ক্ষোভে কেউ যদি ভাঙে মন্দির
আল্লাহ ও কাছে এসে বাঁধবে না নীড়।
মসজিদ মন্দির দুটো দেবালয়
যেইখানে মানুষের সমাগম হয়।
কেউ ডাকে আল্লাহকে কেউ ভগবান
নামাজ বা উপাসনা সবই এক গান।
পিপাসায় কেউ কেউ পান করে পানি
আর কেউ জল নিয়ে করে টানাটানি
আল্লাহ ও ভগবান অনুরূপ তাই
মিলেমিশে সম্প্রীতি গড়বো সবাই।
.coxsbazartimes.com
Leave a Reply