বুধবার, ২১ মে ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

চকরিয়ায় বিশ্বমানের ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : বেসরকারী উদ্যোগে ডেনমার্ক ও বাংলাদেশীর যৌথ মালিকানায় কক্সবাজারের চকরিয়ায় বিশ্বমানের একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসি যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার বেলা ১২ টায় চকরিয়ার থানা রাস্তার মিনার সেন্টারে একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের ৬ষ্ঠ ফার্মেসীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপটির চেয়ারম্যান এ. কে. শামসুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ (আই এফ ইউ) ক্লাউস প্রেবেনসেন।

একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস. খান।

অনুষ্ঠানে বক্তারা চকরিয়া ও তার আশপাশের অঞ্চলের দ্রুত উন্নয়নশীল অবস্থার কথা তুলে ধরে বলেন, সময়ের সাথে সাথে চকরিয়া একটি উদীয়মান এলাকায় রূপান্তরিত হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এখানকার জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। তাই এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি চকরিয়া, মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশেপাশের অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আইএফইউ ও একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা, যারা বাংলাদেশ জুড়ে ১০০টিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে। এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহের পথ উন্মোচন করবে।

আই এফ ইউ-এর ইনভেস্টমেন্ট ডিরেক্টর মি. ক্লাউস প্রেবেনসেন বলেন, “একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের সাথে আমাদের অংশীদারিত্বের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ও মানসম্মত ঔষধ এবং ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া। আজ চকরিয়ায় উদ্বোধন হওয়া এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের ফলে মানুষের কাছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা এদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে চাই।”

অনুষ্ঠান শেষে অতিথিরা একে এস ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888