মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরে যাত্রীবাহি বাস তল্লাশী চালিয়ে ৯২০ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজারগামী বাসে করে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক বাসটি দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় গাড়ীতে থাকা পাচারকারি কৌশলে পালিয়ে যায়।
“ পরে বাসটিতে পাচারকারির ফেলে যাওয়া একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশী করে পাওয়া যায় ৯২০ গ্রাম কোকেন। “
উদ্ধার করা কোকেন বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।
.coxsbazartimes.com
Leave a Reply