নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার জেলা শাখার আওতাধীন একটি পৌরসভা ও ৪ উপজেলার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রিয় কমিটি। যে ৫ টি শাখার সম্মেলন হয়েছিল গত ৭ মাস আগেই।
শুক্রবার যুবলীগের কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরেশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যৌথভাবে এই ৫ টি আংশিক কমিটি অনুমোদন দেন। যদিও গত ৮ জুন কেন্দ্রিয়ভাবে এক বিজ্ঞপ্তির মধ্যে যুবলীগের কক্সবাজার জেলা কমিটি বাতিল করা হয়েছিল। ফলে গত ৪ মাস ধরে কক্সবাজার জেলা যুবলীগের কমিটি ছাড়াই চলছে।
শুক্রবার ঘোষিত কমিটির মধ্যে কক্সবাজার পৌর শাখার সভাপতি করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ডালিম বড়ুয়াকে। সাধারণ সম্পাদক করা হয়েছে পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহেদ মো. এমরানকে। অনুমোদিত কমিটিতে আরও ৩ জনের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে সহসভাপতি হেলাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক রুবাইছুর রহমান ও এহেছানুল হক।
মহেশখালী উপজেলা শাখার অনুমোদিত কমিটিতে উল্লেখ রয়েছে ৮ জনের নাম। এর মধ্যে সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক সাজেদুল করিম, সহ-সভাপতি সলিম উল্লাহ সেলিম ও মো. মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. শেখ কামাল, ওয়াজেদ আলী মুরাদ, সাংগঠণিক সম্পাদক মিফতাহুল করিম সিকদার বাবু ও এম নুর উদ্দিন মাসুদ।
রামু উপজেলা শাখার কমিটিতে ৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পলক বড়ুয়া আপ্পু, সাধারণ সম্পাদক রাশেদ আলী, সহসভাপতি নীতিশ বড়–য়া, কামাল সামশুদ্দিন আহম্মদ প্রিন্স, মো. সালাহ উদ্দিন, রজত বড়–য়া, যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
উখিয়া উপজেলা কমিটিতে রয়েছে ৫ জনের নাম। এরা হলেন সভাপতি ইমাম হোসে, সাধারণ সম্পাদক সরওয়ার পাশা, সহ সভাপতি মো. শাহজাহান, মকছুদ চৌধুরী, মকবুল হোসেন মিথুন।
কুতুবদিয়া উপজেলা কমিটিতে রয়েছে ৪ জনের নাম। এতে সভাপতি জাফর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সভাপতি মো. আরিফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জুনাইদুল হক।
যুবলীগের শীর্ষ নেতারা জানিয়েছেন, গত ৭ মাস আগে এই ৫ শাখার আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে গত ৯ মার্চ কক্সবাজার পৌরসভা, ১০ মার্চ রামু উপজেলা, ১১ মার্চ কুতুবদিয়া উপজেলা, ১২ মার্চ উখিয়া উপজেলা, ১৩ মার্চ মহেশখালী উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু একাধিক প্রার্থী ও কাউন্সিলরদের চ‚ড়ান্ত তালিকা না থাকায় কমিটি করা হয়নি। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নামের তালিকা নিয়ে কেন্দ্রিয় নেতারা ঢাকায় ফিরে যান। ৭ মাস পর এই ৫ টির আংশিক কমিটি ঘোষণা করা হল।
এদিকে, বর্তমানে যুবলীগ কক্সবাজার জেলার শাখার কোন কমিটি নেই। শীর্ষ নেতারা জানিয়েছেন, জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৮ সালের ২৯ মার্চ। ওই দিন সর্বশেষ কাউন্সিলে যুবলীগের সভাপতি হন সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক হন শহীদুল হক সোহেল। এই ২ জনের কমিটিটি পূর্নাঙ্গ করতে পারেনি ৫ বছর ২ মাস ২১ দিনেও। ফলে গত ৮ জুন কক্সবাজার পৌর নির্বাচনের দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কাজ করার দায়ে সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে বিহষ্কার করা হয়। একই সঙ্গে জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে যুবলীগের টেকনাফ উপজেলার কমিটি থাকলেও সাধারণ সম্পাদক পদটি গত ৮ বছর ধরে চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এছাড়া ২০১৭ সালে কক্সবাজার সদর উপজেলা, ২০১৫ সালে পেকুয়া উপজেলা, ২০১৪ সালের চকরিয়া উপজেলা যুবলীগের কমিটি হয়েছিল। ওখানে কমিটি অনেকটা অকার্যকর অবস্থায় রয়েছে। কমিটি নেই ঈদগাঁও উপজেলাতে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…
View Comments