শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি ‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু চকরিয়া থেকে অস্ত্র সহ ‘ডাকাত দলের’ ৪ সদস্য গ্রেপ্তার বন কর্মকর্তা হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টেকনাফে গলায় ফাঁস গালানো মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য পরিবার পরিকল্পনা কৌশলপত্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে আশ্রয়রত রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য প্রণীত পরিবার পরিকল্পনা কৌশলপত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে সাগর পাড়ের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কৌশলপত্রটি উদ্বোধন করা হয়েছে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর কারিগরি সহায়তায় এবং কক্সবাজার স্বাস্থ্য বিভাগ ও এসআরএইচ ওয়ার্কিং গ্রæপের অংশগ্রহণে এই কৌশলপত্রটি গত বছর অক্টোবর মাসে অনুমোদিত হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কৌশলপত্রটি বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা নারী ও মেয়েদের মধ্যে কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনার ব্যাপারে সম্পৃক্ততার পাশাপাশি কেন্দ্র ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে আধুনিক পদ্ধতিগুলোর চাহিদা বাড়ানোর রূপরেখা হিসেবে ভূমিকা রাখবেন।

এতে প্রধান অতিথি হিসেবে কৌশলপত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ড. আশরাফী আহমেদ।

এসময় ড. আশরাফী আহমেদ বলেন, ক্যাম্পে গত ৫ বছরে পরিবার পরিকল্পনা সেবার চাহিদা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। কেবলমাত্র ২০১৮-২০২২ সালের মাঝে স্বাস্থ্য সেবাকেন্দ্র সমূহে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণে সেবাগ্রহীতার সংখ্যা ১৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সকলের জন্য পরিবার পরিকল্পনার সেবাকে আরো সহজপ্রাপ্য/সুলভ, স্ব-ইচ্ছা ভিত্তিক এবং পছন্দসই করার জন্য ২০২২- ২০২৫ এর এই বহু বার্ষিক কৌশল মানবিক কাজে কর্মরত পার্টনারদের দিক নির্দেশনা প্রদান করবে।

ইউএনএফপিএ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন বেøাথুস বলেন, “বাংলাদেশ সরকারের সাথে একটি ফলপ্রসূ পার্টনারশীপে একটি কৌশলপত্র প্রণয়নের কাজ করতে পেরে আমরা আনন্দিত। এই কৌশলপত্রটি কমিউনিটির চাহিদা, সেবা কেন্দ্রভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি, পার্টনারশীপ এবং কার্যকারীতা/সক্ষমতা নিশ্চিত করতে এডভোকাসী এবং সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করে। রোহিঙ্গা নারীদের মাঝে পরিবার পরিকল্পনার বাড়তি চাহিদা থেকে প্রতীয়মান হয় যে, স্বেচ্ছায় সেবা গ্রহণ, অধিকার ভিত্তিক এবং মর্যাদা অক্ষুন্ন রাখার কৌশল সমূহ তাদের জীবন উন্নত করার কাজ করে যাচ্ছে।”

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেন, “নারী এবং কিশোরীদের তাদের মৌলিক সামাজিক পরিষেবা প্যাকেজের অংশ হিসেবে পরিবার পরিকল্পনা তথ্য প্রদান করতে হবে যাতে তারা তাদের পরিবারের স্বাস্থ্য এবং স্থায়ূত্ব নিশ্চিত করতে সক্ষম হয়। পরিবার পরিকল্পনা নারীদের ক্ষমতায়ন করে এবং তাদের পরিবারকে দারিদ্র মুক্ত করতে সহায়তা করে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. বশিরুল আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পরিকল্পনা শাখা) যুগ্ম-সচিব আব্দুস সালাম খান, লাইন ডিরেক্টর ডা. নুরুন্নাহার বেগম, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা নয়ন, পরিবার ও পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ড. পিন্টু কান্তি ভট্টাচার্য, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, সহযোগী সংস্থা আইপাসের কান্ট্রিডাইরেক্টর ড. সাইদ রুবাইয়াত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888