শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি ‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু চকরিয়া থেকে অস্ত্র সহ ‘ডাকাত দলের’ ৪ সদস্য গ্রেপ্তার বন কর্মকর্তা হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টেকনাফে গলায় ফাঁস গালানো মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর : ৭ মেডিকেল দল গঠণ

বিশেষ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ও জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে চিকিৎসা সেবা জন্য ৭ টি বিশেষ মেডিকেল দল গঠণ করেছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা শাখা।

কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন, মেডিকেল ৭ দলটির মধ্যে ২ টি আন্তর্জাতিক নৌ মহড়াস্থল ইনানী, ২ টি জনসভাস্থল শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, ২ টি কক্সবাজার জেলা সদর হাসাপাতালে সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করবেন। খাদ্য পরীক্ষা জন্য গঠিত মেডিকেল দলটি বিমানবন্দর, সার্কিট হাউস, ইনানী ও জনসভাস্থলে থাকবেন।

পুরো দলের সাথে সমন্বয় করবেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মাহাবুবুর রহমান।

মেডিকেল দলের সাথে দায়িত্ব পালন করবেন, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ মোঃ অহিদুল হেলাল, ডাঃ খাইরুন্নেছা, ডাঃ ইমরুল কায়েস, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ অপ্রিম র্শা, ডাঃ কীতিরাজ দে, রোখসানা, পান্না রুদ্র, শারমিন আক্তার, মোহাম্মদ এরফান, ডাঃ সৈয়দ মোঃ সরওয়ার, ডাঃ লক্ষীপদ দাশ, ডাঃ রাজীব নাথ, ডাঃ কনিনীকা দস্তিদার, ডাঃ প্রণয় রুদ্র, ডাঃ পিংকী বড়ুয়া, ডাঃ দিলরুবা জাহান দিপা, মোসাঃ পলি খাতুন, শাহেনা আক্তার, রোখসানা পারভিন, আবদুল আজিজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার আসছেন। বুধবার সকাল ১০ টার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এসে পৌঁছবেন। তিনি সরাসরি আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন করতে ইনানীস্থ বঙ্গোপসাগরের মোহনায় যাবেন। ওখানে কর্মসূচি শেষে দুপুর ২ টার পর আসবেন কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী লাবণীয় পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888