রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি ‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু চকরিয়া থেকে অস্ত্র সহ ‘ডাকাত দলের’ ৪ সদস্য গ্রেপ্তার বন কর্মকর্তা হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টেকনাফে গলায় ফাঁস গালানো মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দায়িত্বে নিয়োজিত রয়েছে; পাশাপাশি বিজিবি ও র‌্যাব কাজ করছে; আরও প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃংখলা সংক্রান্ত কমিটির’ ১৭ তম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেছেন।

এসময় আসাদুজ্জামান খান বলেন, ভারত থেকে কোন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। রোহিঙ্গারা যখন যে রাষ্ট্রে থাকবে সেখানেই থাকবে। আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি; অন্যান্য রাষ্ট্রও তা করবে। ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে বলে দেওয়া হয়েছে ভারত থেকে কোন রোহিঙ্গা প্রবেশের চেষ্টা করলে তাদের যেন সেখানেই ফেরত পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুই দিনের সরকারি সফরে কক্সবাজার এসে পৌঁছান বিকাল ৫ টার দিকে ।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিজিবি, কক্সবাজার রিজিয়নের বাৎসরিক মাদকদ্রব্য (মালিকবিহীন) ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

শুক্রবার বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888