শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

রোববার সকালে প্রতিনিধি দলটি কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে শুরু করেন বলে নিশ্চিত করেছেন, ইউএনএইচসিআর এর সহকারি কমিউনিকেশন কর্মকর্তা মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

ইমেল প্রেরিত এক বার্তায় সহকারী কমিউনিকেশন কর্মকর্তা বলেন, প্রতিনিধিদলটি প্রথমে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর এর কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। ওই সময় বিভিন্ন ব্লক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর ক্যাম্প-৩ এর বি-২৪ ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত ব্র্যাক কমিউনিটি সেন্টার পরিদর্শন, মতবিনিময়, রোহিঙ্গাদের নানা খেলা উপভোগ করেন। পরে ডি-৫০ ব্লকে কিশোরদের শান্তি ক্লাব পরিদর্শন, কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময়, ১৫ থেকে ২০ বছর বয়সের রোহিঙ্গাদের মাঝে পাঠদান কার্যক্রম পরিদর্শন ও নারী রোহিঙ্গাদের সেলাই কার্যক্রম ঘুরে দেখেন। পরে ক্যাম্প-৫ এর ই-ব্লকে অবস্থিত জুট প্রোডাকশন সেন্টার পরিদর্শন ও উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। দীর্ঘ এক ঘন্টা মতবিনিময় শেষে দুপুর ১টায় ক্যাম্প-৪ এ অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম স্ব শরীরে ঘুরে দেখেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলটি।

পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888