শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি ‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু চকরিয়া থেকে অস্ত্র সহ ‘ডাকাত দলের’ ৪ সদস্য গ্রেপ্তার বন কর্মকর্তা হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টেকনাফে গলায় ফাঁস গালানো মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

তারেক শরীফের পক্ষে মনোনয়ন নিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোরের কাছ নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় নেতকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। মনোনয়ন ফরম সংগ্রহ পরবর্তী নেতাকর্মীরা বলেন, তারেক বিন ওসমান শরীফ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

আওয়ামী লীগের রাজনীতি তাঁর রক্তের সঙ্গে মিশে আছে। তিনি গতবারের নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ছিল। যার কারণে বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি বিজয়ী হওয়ার পর জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন। যুগ যুগ ধরে উন্নয়ন বঞ্চিত কালারমারছড়া আজ গ্রাম থেকে শহরে পরিনত হচ্ছে। তার নেতৃত্বেই আগামীর মডেল হবে কালারমারছড়া। তাঁকে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত করতে কালারমারছড়াবাসী উদগ্রীব হয়ে আছে।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রশিদ আহমদ, ছিদ্দিক আহমদ, ডা. মানিক শাহ হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ তোতা, নুরুল আলম টিপু, সদস্য মো. আক্কাস, ১নং ওয়ার্ডের সভাপতি ছৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক মাহাবুব আলী, ২নং ওয়ার্ডের সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক মিলন বড়ুয়া, ৩নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির আহমদ,৬নং ওয়ার্ডের সভাপতি দিল মোহাম্মদ, সাধারণ সম্পাদক রমিজ আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দু শুক্কুর ভেট্টা, সাধারণ সম্পাদক ডা. আব্দু শুক্কুর হেলালী, ৯নং সভাপতি ছাবের আহমদ, সাধারণ সম্পাদক ডা. আহমদুর রহমান, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম খলিল, মহেশখালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাইল আজম, যুবলীগের সাবেক সভাপতি নুরুল আমিন বাচ্চু, শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দরদ উল্লাহ, কৃষক লীগের সভাপতি সেলিম উল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক মনছুর আলম, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন, ছাত্রলীগ নেতা জয় মো. জিসান খান, মিজান বিন নুরুচছফা, সাদ্দাম হোসেন, মো. সোহেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888