চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার সাক্ষী। কক্সবাজার দেশের প্রধান পর্যটন নগরীর পাশাপাশি বাণিজ্যিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠায় ১৫৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে নানান ধরণের যানবাহনের চাপ। ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে হাজারো যাত্রী, পর্যটক আর পণ্যবাহী যানবাহন। এমন পরিস্থিতিতে মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবিতে রামুতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ১২ টা থেকে ১ টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার বাইপাস ফুটবল চত্তরে সম্মিলিত নাগরিক পরিষদ- রামুর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে রামু উপজেলার অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনোত্তর সমাবেশে বক্তারা বলেন, মহাসড়কের অধিকাংশ অংশের প্রশস্ততা মাত্র ১৮ থেকে ৩৪ ফুট। মহাসড়কে বাঁক আর উপসড়ক থেকে হঠাৎ ছোট-বড় গাড়ি উঠে আসায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। তার ওপর ট্রাকভর্তি লবণ পরিবহন হচ্ছে খোলা অবস্থায়, যা বাড়াচ্ছে দূর্ঘটনার আশঙ্কা। দ্রুত মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত না করা হলে দুর্ঘটনা ও যানজট আরও বাড়বে—এমনটাই আশঙ্কা স্থানীয়দের।

কক্সবাজারে পর্যটনের পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, টেকনাফ স্থলবন্দর, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, বিশেষ শিল্পাঞ্চল, লবণ, পান ও সুপারিসহ বিভিন্ন স্থানিক পণ্য পরিবহনে অর্থনৈতিকভাবেও মহাসড়কটির গুরুত্ব বাড়ছে মন্তব্য করে বক্তারা আরও বলেন, জাতীয় রাজস্ব খাতে উল্লেখযোগ্য অংশ কক্সবাজার থেকে যোগান দেওয়া হলেও উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছে।

মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি তুলে দেন স্থানীয়রা।

সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আকতারুল আলম, জোয়ারিয়ানালা এমদাদুল মাদ্রাসার শিক্ষক মৌলানা হাফেজ আবদুল হক, রামু ওলামা পরিষদের মৌলানা মোহসেন শরীফ, সামাজিক সংগঠন অগ্রযাত্রার পরিচালক নীলিমা আকতার চৌধুরী প্রমুখ।

nupa alam

Recent Posts

চকরিয়ায় বিশ্বমানের ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : বেসরকারী উদ্যোগে ডেনমার্ক ও বাংলাদেশীর যৌথ মালিকানায় কক্সবাজারের চকরিয়ায় বিশ্বমানের একেএস ডায়াগনস্টিক…

8 hours ago

চোরাচালান ও হুন্ডি এখনও ‘বদি’সিন্ডিকেটের নিয়ন্ত্রণে

পট পরিবর্তনের পর সিন্ডিকেটের সদস্যরা পাল্টিয়েছে খোলস নিজস্ব প্রতিবেদক : ২০০৮ সালের জাতীয় নির্বাচনে প্রথমবারের…

9 hours ago

ইকরামুল হাসান শাকিল কক্সবাজার থেকে এভারেস্টে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার থেকে পায়ে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন…

1 day ago

নাফনদীর অবশিষ্ট অংশে মাছ ধরার অনুমতির দাবিতে জেলেদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর অবশিষ্ট অংশেও মাছ ধরার অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা।…

1 day ago

মাদক কারবারীদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে আহত ১, ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকায় মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময়…

1 day ago

সড়কে ৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া ও ‍উখিয়ায় পৃথক ৩ টি সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।…

1 day ago