নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের’ জেরে পৃথক সন্ত্রাসী হামলায় তিন রোহিঙ্গা নিহত এবং দুইজন আহত হয়েছে।

মঙ্গলবার রাতে পৃথক সময়ে উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্প এবং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহতরা হল- উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মো. জোবায়ের (১৬) এবং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাশেম।

তবে নিহত অপর একজনসহ হতাহত অন্যদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের সি-ব্লকে মো. জোবায়েরসহ কয়েকজন রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা’র ১৫/২০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে চারজন রোহিঙ্গা আহত হয়।

“ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। “

এদিকে মঙ্গলবার রাত ১১ টার দিকে উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে পৃথক সন্ত্রাসী হামলায় আবুল কাশেম নামের আরেক রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছন ওসি।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, রাতে আবুল কাশেমকে ঘর থেকে ডেকে বের করে এনে উপর্যুপুরি গুলি ছুড়ে একদল সন্ত্রাসী। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি জানান, কারা, কি কারণে এসব হতাহতের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এসব ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তারপরও ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

অপরদিকে মঙ্গলবার বিকালে উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় গুলিতে নিহত হয়েছিল ইমাম হোসেন নামের আরেক রোহিঙ্গা। এ নিয়ে একদিনে পৃথক সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত হয়েছে চারজন রোহিঙ্গা।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

13 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

13 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago