এক্সক্লুসিভ

পিতৃ পরিচয় আদায়ের আন্দোলনে আবারও হেরেছেন ইসহাক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ২৭ বছর বয়সী যুবক মোহাম্মদ ইসহাক, যিনি গত ২০২১ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের বাবা দাবি করে সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। গত ২ বছর ধরে আদালতে দায়ের করা মামলাটি বিচারধিন রয়েছে। মামলার বিবাদি সর্ব পরিচিত আবদুর রহমান বদি হলেও আদালতের পাঠানো নোটিশ পৌঁছানো যাচ্ছে না তাঁর কাছে। ফলে মামলার দীর্ঘসূত্রিতার ন্যায় বিচার পেতে সচেতন ও জনমত তৈরির আন্দোলনের অংশ হিসেবে কক্সবাজার ৪ আসনে সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছিলেন মোহাম্মদ ইসহাক।

সোমবার মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে ইসহাকের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। জেলা রিটানিং কর্মকর্তা জানিয়েছেন, মোট ভোটারের এক শতাংশ যে স্বাক্ষর জমা দেয়া হয়েছে তা সঠিক না হওয়ায় ইসহাকের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

কিন্তু মোহাম্মদ ইসহাক জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, ‘আমার পিতা আবদুর রহমান বদি সাবেক সংসদ সদস্য। ওই আসনের বর্তমান সংসদ সদস্য আমার ছোট মা শাহীন আক্তার আবারও আওয়ামীলীগের দলীয় মনোনয়নে নির্বাচন করছেন। গত ২ বছর আগে দায়ের যে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। বাবা একজন সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক নেতা। ছোট মা শাহীন আক্তার বর্তমান সংসদ সদস্য। তারা উভয়ে প্রভাব খাটানোর কারণে আদালতে মামলাটির দীর্ঘসূত্রিতা হচ্ছে। ফলে আমি ন্যায় বিচার পাচ্ছি না। তাই একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণকে এ বিষয়ে সচেতন ও জনমত তৈরি করতে চেয়েছিলান। কিন্তু তাতেও হেরে গেলাম।

ইসহাক বলেন, আমি যে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করেছি তা ঘরে ঘরে গিয়ে স্বাক্ষর নিয়েছি। যা আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আকারে শেয়ার করেছি। মুলত আমার পিতা অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি। যারা আমার পক্ষে স্বাক্ষর করেছেন তাদের ডেকে নিয়ে গিয়ে হুমকি প্রদান করেছেন। ফলে যারা স্বাক্ষর দিয়েছেন তারা এখন অস্বীকার করছেন। মুলত আমাকে সন্তান হিসেবে স্বীকৃতি প্রদান করতে রাজী নন তিনি (বদি)। ফলে যা যা করার তাই করছেন। অথচ আমি আদালতে বার বার বলে আসছি ডিএনএ পরীক্ষা করে যদি আবদুর রহমান বদি আমার পিতা প্রমাণ না হয় তাহলে আমি আদালতের দেয়া সকল প্রকার শাস্তি মেনে নেব।

আদালত সূত্র জানিয়েছে, গত ২০২১ সালের ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ২৭ বছর বয়সী যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের বাবা দাবি করে টেকনাফের সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় বদি ছাড়াও মূল-বিবাদী করা হয়েছে বদির আপন চাচা টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে। মামলাটি আদালতে এখনো বিচারাধীন রয়েছে।

মোহাম্মদ ইসহাক বলেন, মামলা স্বাভাবিক গতি-প্রক্রিয়ায় এগোলে তিনি পিতৃত্বের স্বীকৃতি পাবেন। আমি কোন ভাবে স্বীকৃতি না নিয়ে ফিরবো না। আমার চেষ্টা অব্যাহত থাকাবে।

আদালতে দায়ের করা মামলায় বলা হয়, গত ৩০ বছর আগে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপাড়ার বাসিন্দা আবুল বশরের মেয়ে সুফিয়া খাতুনকে সাবেক সংসদ সদস্য বদি গোপনে বিয়ে করেন। বাদী তার মায়ের পেটে আসার খবর জানতে পেরে তাকে পেটে থাকতে হত্যার চেষ্টা চালান বদি। তাতে সফল না হয়ে সুফিয়াকে স্থানীয় এক রাজ মিস্ত্রীর সাথে বিয়ে দেয়া হয়। এসময় সুফিয়ার পেটে বাচ্চা থাকার কথা গোপন রাখা হয়। পরে জানতে পেরে সেই স্বামী সব মেনে নিয়ে সংসার করেন। এরপরও বাচ্চাসহ সুফিয়াকে হত্যার চেষ্টা করতো বদির পরিবার। এজন্য তারা প্রায় সময় দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে জীবন ধারণ করে। এসব বিষয় উল্লেখ করে সুফিয়া সাংবাদিকদের সাক্ষাৎকারও দিয়েছেন। তাদের দাবি ইসহাক বদির সন্তান, তাকে যেন মেনে নিয়ে সন্তানের মর্যাদা দেয়া হয়। বাদী ও তার মায়ের দাবি অনুসারে আব্দুর রহমান বদির প্রথম সন্তান ইসহাক। তার অবয়ব, আচরণ সবকিছু বদির অবিকল কপি বলে উল্লেখ করেছেন ওয়াকিবহাল মহল।

বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা দায়ের ও জজ আদালতের পাবলিক প্রসিউটর (পিপি) ফরিদুল আলম জানান, এ মামলাটি দায়ের করার পর বিবাদীকে নোটিশ প্রদান করা হয়। কিন্তু ঠিকানা জটিলতার কারণে নোটিশটি বিবাদীর হাতে পৌঁছেনি। নোটিশ প্রাপ্তি না হওয়ার কারণে মামলাটি দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে।

তবে এ বিষয়টি নিয়ে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কোন কথাই বলতে রাজী নন। গত ২ বছর ধরে এ বিষয়টি নিয়ে তিনি এড়িয়ে যাচ্ছেন। সর্বশেষ সোমবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণমাধ্যমের সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে রাজী হননি।

nupa alam

Recent Posts

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

3 weeks ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

3 weeks ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

3 weeks ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

3 weeks ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

3 weeks ago

রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু

রামু প্রতিবেদক : রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার…

4 weeks ago