এক্সক্লুসিভ

সন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি জামাতের সন্ত্রাস- নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ২৯ অক্টোবর সকাল ১০টায় জেলা আওয়ামী কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাহেদ আলী’র পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, জেলা তাতী লীগের সভাপতি আরিফ উল মওলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি আসিফ উল মওলা, যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেতু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, যুব মহিলা লীগের রোমানা আক্তার,

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি সেলিম নেওয়াজ, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা জাবেদ মোঃ কায়সার নোবেল, জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম কালু, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি এ কে এম আজিজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাস, পৌর আওয়ামী লীগ নেতা শুভ দত্ত বড়ুয়া, নুরুল আলম পেটান, এডঃ এরশাদ সিকদার, জিয়া উল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাসেম আলী, ফরহাদ রেজা, বেলাল উদ্দিন, ফয়সল হুদা, সোহেল রানা, সাগর পাল, ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোং, সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম,সহ প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশের আগ মুহূর্তে পৌর আওয়ামী লীগের উদ্যোগে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে অবৈধ হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত শান্তিপূর্ণ সমাবেশের নামে আবারও সন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার পথ বেছে নিয়েছে।তাদের পৈশাচিক হামলায় একজন পুলিশ ও একজন বাস চালক নিহত হয়েছে এবং পুলিশ, সাংবাদিক সহ অনেকে আহত হয়েছে। শান্তি সমাবেশের মাধ্যমে আমরা বিএনপি জামাতের এমন জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহতদের সুস্থতা কামনা করছি। তারা যদি আর কোন রকম নৈরাজ্য সহিংসতা করার চেষ্টা করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তার মোক্ষম জবাব দেবে। যেখানে বিএনপি জামাতের নাশকতা হবে সেখানে মানুষের জানমাল রক্ষায় আমরা প্রতিরোধ করবো। শেখ হাসিনার হাত কে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago