কক্সবাজার জেলা

‘বাঙালির মুক্তি সংগ্রামের সূচনা হয়েছিল ৭ মার্চ’

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মঙ্গলবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড: ফরিদুল ইসলাম। সভা পরিচালনা করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালির সকল মুক্তির সংগ্রামের সূচনা হয়েছিল। এইদিন বঙ্গবন্ধু তার ভাষণে বাঙালি সহ বিশ্বের মুক্তিকামী মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিতে সক্ষম হন। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো ৭ মার্চের মহান ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি প্রদান করে পুরো বাঙালি জাতিকে সম্মানিত করেছেন।

বক্তারা বলেন, আসুন আজকের এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করি, আগামী জাতীয় নির্বাচনে আমাদের সকলের আস্থা ও বিশ্বাসের প্রতিক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিজয়ী না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বিএনপি জামায়াতের সকল প্রকার নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে মোক্ষম জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত।

এসময় বিএনপি-জামায়াতের উদ্যেশ্যে বক্তারা আরও বলেন, মানুষের জীবন নিয়ে হোলি খেলা পরিহার করুন। আর কোন নৈরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ্য করবে না। গণতন্ত্রের নামে সহিংসতা হলে তার দায়ভার আপনাদের নিতে হবে। এখন দেশের মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেক সুখে আছে। এদেশের মানুষ সুখ আপনাদের সহ্য হয় না।

সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র জননেতা মুজিবুর রহমান।
বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক এথিন রাখাইন, রেজাউল করিম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ পরিমল কান্তি দাস, যুবমহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ, খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মহিদুল্লাহ মহিদ,
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, মুক্তিযোদ্ধা সম্পাদক নুরুল আলম পেটান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ ইকবাল, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিউল্লাহ আনচারি, সাধারণ সম্পাদক মো: কালু, কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ১০নং ওয়ার্ড নেতা মো: রুবেল।

পৌর আওয়ামী লীগ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল হুদা, সহ-দফতর সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা ডালিম বড়ুয়া, সাহেদ এমরান পৌর আওয়ামী লীগ নেতা সাগর পাল, এড: জহির, হেলাল উদ্দিন, সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, কামাল, জামাল হোসেন, জহিরুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী।

  • সংবাদ বিজ্ঞপ্তি
nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

7 days ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago