এক্সক্লুসিভ

‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসন সহযোগি হবে’

কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসন সহযোগি হবে, কখনও প্রতিবন্ধক হবে না। আমরা আশ্বস্ত করতে চাই, জেলা প্রশাসন সবসময় ন্যায়ের পক্ষে, সুশাসনের পক্ষে থাকবে।’
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘গুজব ও তথ্য বিকৃতির বিরুদ্ধে সাংবাদিকরা বড় ভূমিকা রাখতে পারেন। তথ্য প্রকাশের ক্ষেত্রে যাচাই করে তথ্য প্রকাশ করা জরুরী। তথ্য যদি সত্য হয় এবং তা যদি জেলা প্রশাসনের বিরুদ্ধেও যায় তা অবশ্যই প্রকাশ করবেন। আপনার কলমই হচ্ছে সত্যের পক্ষে লেখার জন্য।’

জেলা প্রশাসক বলেন, ‘আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উপনীত হয়েছি। আমরা ভিশন ২০৪১ এর স্বপ্ন দেখছি। দেশের উত্তরণের সাথে সাথে কক্সবাজারেরও উত্তরণ ঘটবে। এখানে প্রচুর শিল্পায়ন হবে, প্রচুর কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। আমাদের মাথাপিছু আয়ে বড় অবদান থাকবে কক্সবাজার কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা থেকেই। এর জন্য যেমন সুশাসন দরকার। তেমন মানব সম্পদেরও উন্নয়ন দরকার।’

সন্ধ্যায় প্রেসক্লাবে এলে নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের সম্পর্কটা হবে পেশাগত। মূল ধারার সাংবাদিকরা কখনও অন্যায় আবদার নিয়ে জেলা প্রশাসনের কাছে যাবে না।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক আয়াছুর রহমান, এএসএম আমিনুল ইসলাম, মোহাম্মদ হোছাইন, দ্য ডেইলি স্টার এর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ আলী জিন্নাত ও দৈনিক প্রথম আলোর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা।

এসময় কক্সবাজারে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সংবাদ বিজ্ঞপ্তি
nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago