কক্সবাজার জেলা

কক্সবাজার জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটিকে পুনর্বহাল রাখার দাবি স্থানীয় নেতাদের

নিজস্ব প্রতিবেদক ঃ

কক্সবাজার জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটিকে পুনর্বহাল রাখার দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। 
 মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বক্তব্য প্রদানকালে অধিকাংশ নেতা এ দাবি জানান। 

সম্মেলনে কক্সবাজারে জেলা উপজেলা থেকে আগত উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা এমন দাবি জানান।
বক্তারা, ৭ ডিসেম্বর শেখ হাসিনার বিশাল জনসভা আওয়ামীলীগের নেতৃত্বে প্রমাণ মিলেছে।
মঙ্গলবার সাড়ে ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এর পর কোরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠের পর উদ্বোধনী বক্তব্যে রাখেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে তা ভেঙ্গে দিতে হবে, এটা শেখ হাসিনার কথা। বিএনপির  সন্ত্রাস কর্ম প্রতিহত করতে শেখ হাসিনার এ নিদের্শ মেনে চলতে নেতা কর্মীদের আহবান জানান তিনি।
মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এর পর থেকে বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধারা একে একে মারা যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আছেন, থাকবে। শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এক মাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন শান্তির জন্য শেখ হাসিনার কোন বিকল্প হয়ে উঠেনি বলে মন্তব্য করেন তিনি।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবেসাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হওয়ার কথা থাকলে তিনি এসেননি। তিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন।
উদ্বোধকের পর শোক প্রস্তাব পেশ করেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এ পর্যন্ত বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা প্রশাস্ত ভুষণ বড়ুয়া, মাহাফুজুল হায়দার রোটন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, উখিয়া সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া সভাপতি আওরঙ্গ মাতব্বর, পেকুয়া সভাপতি শহিদুল ইসলাম, মাতামুহুরি সভাপতি মাকসুদ মিয়া, কক্সবাজার পৌর সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, রামু সভাপতি সোহেল সরওয়ার কাজল, মহেশখালী সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, কক্সবাজার সদরের সভাপতি মাহামুদুল করিম মাদু, কক্সবাজার পৌর সভাপতি মো নজিবুল ইসলাম, ঈদগাঁও সভাপতি আবু তালেব।

অতিথি হিসেবে কেন্দ্রিয় নেতা মাহবুবুল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।
ইতিমধ্যেই মিছিলে মিছিলে সম্মেলনে হাজার হাজার নেতা কর্মী এসেছেন।  মিছিল আসা অব্যাহত আছে। 
সভা সঞ্চালনা করছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও দপ্তর সম্পাদক এম এ মঞ্জুর।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago