এক্সক্লুসিভ

সেন্টমার্টিনে ‘গণির ট্রলারে’ আবারও পোপা মাছ : দাম হাঁকাচ্ছেন সাড়ে ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে গণির ট্রলারে আবারও ২৩ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে। যে মাছটির দাম হাঁকাচ্ছেন সাড়ে ৫ লাখ টাকা।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে সাগরের ‘নয় বান’ নামক এলাকার সাগরে মাছটি ধরা পড়েছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম।

তিনি বলেন, সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার বাসিন্দা মরহুম সোলতান আহমদের ছেলে আবদুল গণির মালিকাধীন ‘এফবি মায়ের দোয়া-১’ ট্রলারে এ মাছটি ধরা পড়েছে। তার জালে এ পর্যন্ত চার বারে পাঁচটি বড় পোপা মাছ ধরা পড়েছে। এর আগে একই ট্রলারে ৩ বারে পাওয়া ৪ টি পোপা মাছ বিক্রি করে গণি ১৬ লাখ ২০ হাজার টাকা পেয়েছেন। এজন্য দ্বীপের মানুষ তাকে পোয়া গণি নামে ডাকে।

ট্রলার মালিক আবদুল গণি বলেন, ‘শুক্রবার বিকেল চারটার দিকে আমি সহ তিনজন জেলে সাগরের মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সেন্টমার্টিনের দিয়ার মাথার নয় বান নামক এলাকার পৌঁছানোর পর ট্রলারটি নোঙ্গর করা হয়। পরে রাতে জাল ফেলার পরে শনিবার সকালে জাল টেনে তুলতেই একটি পোপা মাছ ও একটি মাঝারি আকারের লাল কোরাল দেখতে পান। মাছটি ধরা পড়ার পর ট্রলার নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন জেটির ফিশারি ঘাটে নিয়ে আসেন। এর মধ্যে জালে আবারো মাছ ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর মাছটি দেখতে স্থানীয় লোকজন ও পযর্টকেরা ফিশারিঘাটে ভিড় করেন। পরে তিনি মাছটির দাম হাঁকান সাড়ে ৫ লাখ টাকা। ওই সময় মোহাম্মদ ফারুক নামের একজন স্থানীয় ব্যবসায়ী এক লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনতে চেয়েছেন। তবে তিনি বেশি দামের আশায় মাছটি এখনও বিক্রি করেননি। ভালো দাম না পেলে টেকনাফ বা কক্সবাজারে পাঠাবেন। বর্তমানে মাছটি বরফ দিয়ে ফিশারিতে রাখা হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতরে থাকা পটকা বা বায়ুথলি (এয়ার বøাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্য পোপা মাছের এমন চড়া দাম। মাছের পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago