কক্সবাজার জেলা

রোহিঙ্গা নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক ঃ

উখিয়ায় শরণার্থী ক্যাম্পে দুষ্কৃতিকারিদের হামলায় এক রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত ৯ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। 
গুলিবিদ্ধ মোহাম্মদ হোসেন (৩৮) উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের মোহাম্মদ মিয়ার ছেলে।
তিনি বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।
স্থাবীয়দের বরাতে ফারুক আহমেদ বলেন, মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের প্রধান মাঝি মোহাম্মদ হোসেন কয়েকজন স্বেচ্ছায় পাহারা কর্মির সঙ্গে আলাপ করছিলেন। এসময় ‘কথিত আরসা’ নামধারী একদল দুষ্কৃতিকারি অতর্কিত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুড়ে। এতে মোহাম্মদ হোসেন শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। 
” খবর পেয়ে এপিবিএন একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্থানীয় হাসপাতালে আনা হয়। ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় পিস্তলের একটি খালি ম্যাগজিন। “
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ” সেখানে (আইওএম হাসপাতাল) তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। “
ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফারুক আহমেদ।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রিপন চৌধুরী বলেন, রাত ১১ টায় মোহাম্মদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক।

nupa alam

Recent Posts

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

3 weeks ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

3 weeks ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

3 weeks ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

3 weeks ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

3 weeks ago

রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু

রামু প্রতিবেদক : রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার…

4 weeks ago