কক্সবাজার জেলা

সীমান্তে উদ্ভুত পরিস্থিতি সমাধানে কূটনৈতিকভাবে মিয়ানমারের সাথে আলোচনা হচ্ছে : বিজিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক : সীমান্তে উদ্ভুত পরিস্থিতি সমাধানে কূটনৈতিকভাবে মিয়ানমারের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ নিয়ে আমাদের সাথে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির মোবাইল, ইমেইল ও লিখিতভাবে নিয়মিত যোগাযোগ রয়েছে।

বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরে মর্টারশেল ও গুলি এসে পড়ার বিষয়ে বিজিবির মহাপরিচালক বলেন, প্রতিটি ঘটনার বিষয়ে সঙ্গে সঙ্গে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

সোমবার বেলা ১ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের বিওপি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে তিনি সকাল ১০ টা থেকে তুমব্রু,বাইশপাড়ি ও কোনারপাড়া শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বিজিবির বিশেষ ক্যাম্প পরিদর্শণ করেন।

পরিদর্শনকালে মহাপরিচালক বিজিবির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে খোঁজখবর নেন ও নির্দেশণা দেন। শেষ রেজুপাড়া বিওপিওত এসে কথা বলেন গণমাধ্যমের সাথে।

এসময় বিজিবি মহাপরিচালক এ পরিদর্শনটি রুটিন মাফিক নিয়মিত পরিদর্শন উল্লেখ করে বলেন, সীমান্তে বিজিবির অবস্থান বৃদ্ধি করা হয়েছে। কোনো একজন মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশকারী যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে পাশাপাশি সীমান্ত টহল জোরদার রাখা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সম্মতি দিয়েছেন যে কোন সময় লেফটেন্যান্ট কমান্ডার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা চেষ্টা করছি উচ্চ পর্যায়ে একটি বৈঠক করা যায় কিনা। তবে এটি আমাদের রুটিন বৈঠক। এই বৈঠক ওইপারের বিএসএফের সঙ্গেও করি। আর মিয়ানমারের বিজিপিবর সঙ্গেও করি। এ রুটিন বৈঠকে সীমান্তের সার্বিক নিরাপত্তা, সীমান্তের সার্বিক ম্যানেজমেন্ট ও সীমান্তের সার্বিক নিয়ন্ত্রণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে একটি ঐক্য মধ্যে পৌঁছায়। কিভাবে সম্মিলিতভাবে আমরা সীমান্তকে নিরাপদ রাখতে পারি।

তিনি আরও বলেন, অনুপ্রবেশ রোধের পাশাপাশি বিজিবি মাদক সহ সকল চোরাচালন রোধে কঠোর অবস্থানে রয়েছেন।

এসময় বিজিবির উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি প্রধান বিকেলে বিমানযোগে ঢাকা উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago