কক্সবাজার জেলা

অপহৃত কিশোরকে ছেড়ে দিয়েছে ‘রোহিঙ্গা সন্ত্রাসী’

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে অপহৃত এক কিশোরকে একদিন পর ছেড়ে দিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা; ঘটনায় গুলিবিদ্ধ স্থানীয় এক কৃষক এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, শনিবার বিকাল সাড়ে ৪ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ী এলাকায় অপহরণকারি দূর্বৃত্তরা অপহৃত কিশোরকে ছেড়ে দিয়েছে।

ভূক্তভোগী কিশোর আব্দুর রহমান ওরফে আবছার (১৬) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মোহাম্মদ উল্লাহের ছেলে।

ঘটনায় গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ (৩০) একই এলাকার সোনা আলীর ছেলে। তিনি পেশায় পানচাষী। তিনি এখনো কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভূক্তভোগী কিশোর ও গুলিবিদ্ধ কৃষক সম্পর্কে মামা-ভাগ্নে।

শুক্রবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ী এলাকায় পানের বরজে কাজ করতে যান আব্দুর রহমান ওরফে আবছার ও মোহাম্মদ শরীফ। এসময় গহীন পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিত তাদের উপর হামলে পড়ে।

পরে দূর্বৃত্তরা কিশোর আব্দুর রহমানকে অপহরণ করে নিয়ে যায়। এসময় ভয়ে পালাতে গিয়ে মোহাম্মদ শরীফ রোহিঙ্গা সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন।

পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ঘটনার পর থেকে অপহৃত কিশোর আব্দুর রহমান ওরফে আবছারকে উদ্ধার এবং জড়িত দূর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রাখে। পুলিশের সদস্যরা গহীণ পাহাড়ে দূর্বৃত্তদের সম্ভাব্য গোপন আস্তানা ঘিরে পেলে।

” এতে গ্রেপ্তার এড়াতে রোহিঙ্গা সন্ত্রাসীরা কৌশলের আশ্রয় নেয়। এক পর্যায়ে শনিবার বিকালে বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ী এলাকায় অপহৃত কিশোরকে ছেড়ে দেয়। “

পরে ভূক্তভোগী কিশোর আব্দুর রহমান লোকালয়ে এলে স্থানীয়রা উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে বলে জানান পুলিশের এ পরিদর্শক।

ভূক্তভোগী কিশোরের নিকটাত্মীয় ও বাহারছড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলাম বলেন, ভূক্তভোগী কিশোরের সদস্যরা হতদরিদ্র ও সাধারণ মানুষ। তার পরিবারের স্বজনরা কেউ মোবাইল ফোন ব্যবহার করেন না।

” এতে দূর্বৃত্তরা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেও আব্দুর রহমানের কাছে স্বজনদের কোন ফোন না পায়নি। এ নিয়ে দূর্বৃত্তরা মুক্তিপণ দাবির কোন সুযোগ পায়নি। “

স্থানীয় সাবেক এ ইউপি সদস্য বলেন, ” মুক্তিপণ দাবি করতে মোবাইল ফোন নম্বর যোগাড়ের জন্য দূর্বৃত্তরা আব্দুর রহমানের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। এতে মারধরে সে আহত হয়েছে। “

আহত ভূক্তভোগী কিশোরকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান ছৈয়দ হোসেন।

পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ঘটনায় জড়িত দূর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

nupa alam

Recent Posts

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

3 weeks ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

3 weeks ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

3 weeks ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

3 weeks ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

3 weeks ago

রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু

রামু প্রতিবেদক : রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার…

4 weeks ago