নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ‘কথিত আরসা নামধারী’ সংগঠনের এক নেতাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন; সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের নেতৃত্ব স্থানীয় এ নেতা ‘জিন্মাদার’ হিসেবে রোহিঙ্গাদের কাছে পরিচিত।
এপিবিএন জানিয়েছে, আটক কথিত আরসা নেতা সংগঠনটির গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তি। সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের কার্যক্রম দেখভাল করা ছিল তার দায়িত্ব। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে উখিয়া থানায় মামলাও রয়েছে।
বৃহস্পতিবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে এ অভিযান চালানো হয় বলে ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
আটক ছৈয়দ আলম ওরফে মৌলভী ছৈয়দ (৪৭) উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের মৃত কাদের হোসেনের ছেলে।
নাইমুল বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে অপরাধ সংঘটনের উদ্দ্যেশ কতিপয় সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন একটি দল অভিযান চালায়। এতে এপিবিএন সদস্যরা সন্দেহজনক একটি বসত ঘর ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়।
” আটক ব্যক্তির দেখানো মতে, তার শোয়ার ঘরে বিছানার বালিশের নিচ থেকে ১ টি দেশিয় তৈরী বন্দুক ও ২ টি গুলি পাওয়া যায়। “
পুলিশ সুপার বলেন, ” আটক ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কথিত সংগঠন আরসার নাম ব্যবহার করে অপরাধ সংঘটনের সাথে জড়িত। সে সংগঠনটি নেতৃত্ব স্থানীয় পর্যায়ের ‘জিন্মাদার’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান নাইমুল হক।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…