লাইফস্টাইল

খোঁপায় গুঁজুন গাজরা

লাইফস্টাইল ডেস্ক : এমনিতেই চুলের অলংকার হিসেবে ফুল তুলনাহীন। আর বসন্ত এলে তো কথাই নেই। কখনো খোলা চুল, কখনো বেণির বুনন, আবার কখনোবা খোঁপার বাঁধন! এসবের সঙ্গে দিব্যি মানিয়ে যায় দোলনচাঁপা, পদ্ম, মাধবীলতা, জুঁই, বেলি, গন্ধরাজ, গোলাপ কিংবা কাঠগোলাপ। আর খোঁপায় গাজরা গুঁজে দিলে পারফিউমের আর দরকার পড়বে না।

চুলে আটকা পড়া ফুলের সুগন্ধ মনের ভেতর একধরনের স্নিগ্ধ, ফুরফুরে সতেজ ভাব নিয়ে আসে। আর সৌন্দর্য একলাফে বেড়ে যায় অনেকখানি। চুলের এই সাজ কিন্তু অনেক পুরোনো। ঘুরে-ফিরে আরামদায়ক ও ফ্যাশনেবল স্টাইলগুলোই পায় জনপ্রিয়তা। আর এখন চুলের নয়া ফ্যাশন হলো খোঁপা। যদিও স্টাইলটি কিন্তু অনেক পুরোনো। তবে হালের ফ্যাশনের সংযোগে খোঁপায় আনা যায় ভিন্নতা।

খোঁপার একটি অন্যতম অনুষঙ্গ হলো ফুল। আর বসন্তে চুলের ভাঁজে ফুল গুঁজে নেওয়া, সে তো চিরচেনা। নতুনভাবে চুলের ফ্যাশনের অংশ খোঁপায় গাজরা বেঁধে নেওয়া। খুব ঢিলেঢালা বাঁধন নয়, একটু আঁটসাঁট স্টাইলেই খোঁপা বেঁধে নিতে পারেন।

মাঝে পুরোপুরি সিঁথি কেটে বা আলতো সিঁথি—দুইভাবেই আঁটসাঁট খোঁপা বাঁধা যায়। তবে চুল একেবারেই মিশিয়ে রাখতে হবে। সে ক্ষেত্রে চুলের জেল বা স্প্রে ব্যবহার করতে পারেন। কিছুই না থাকলে পানি দিয়েও সেট করে নিতে পারেন। আবার চাইলে কানের দুই পাশে চিকন বেণিও করে নিতে পারেন।

এমন খোঁপার সঙ্গে অনেক বেশি গাজরার কলি নয়, বরং একটি মালাই ভালো দেখাবে। যাতে খোঁপাটা চোখের আড়াল হয়ে না যায়। চাইলে গাজরার সঙ্গে কিছু গোলাপি আভার গোলাপ মিশিয়ে নিতে পারেন।

যেকোনো রঙের পোশাকের সঙ্গে মানানসই সাদা রঙের গাজরা। গাঢ় নীল, বেগুনি, সবুজ, পেস্ট, লালের সঙ্গে সঙ্গে সাদা, বাদামি, ঘিয়ের মতো রঙেও বাঁধা যাবে গাজরা।

ফুল সাধারণত শাড়ির সঙ্গেই বেশি ভালো লাগে। তবে সালোয়ার-কামিজ, আনারকলি বা লেহেঙ্গার সঙ্গেও মন্দ লাগবে না সাদা গাজরার ছোট কলি। খোঁপা করলে কানে পরে নিন ঝুমকা বা মুক্তার বড় দুল। এতে আটকা চুলের সৌন্দর্য আরও ফুটে উঠবে।

একনজরে গাজরার সাজ

* খোঁপাটা আঁটসাঁট করে বাঁধতে হবে।

* গাজরার আকৃতি এমন হবে, যাতে ফুল আর খোঁপা দুটিই দেখা যায়। তাই বেশি ফুল ব্যবহার না করাই ভালো।

* চুল যেন সামনে থেকে বেরিয়ে না থাকে, সে জন্য ভালোভাবে সেট করে নিতে হবে। প্রয়োজনে জেল বা স্প্রে ব্যবহার করা যায়।

* দেশি ঐতিহ্যবাহী লুকেই গাজরা বেশি মানানসই।

* যেকোনো রঙের সঙ্গেই চলে গাজরা।

* বিয়েতেও দিব্যি ট্রেন্ডে আছে গাজরার সাজ।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago