খোঁপায় গুঁজুন গাজরা

লাইফস্টাইল ডেস্ক : এমনিতেই চুলের অলংকার হিসেবে ফুল তুলনাহীন। আর বসন্ত এলে তো কথাই নেই। কখনো খোলা চুল, কখনো বেণির বুনন, আবার কখনোবা খোঁপার বাঁধন! এসবের সঙ্গে দিব্যি মানিয়ে যায় দোলনচাঁপা, পদ্ম, মাধবীলতা, জুঁই, বেলি, গন্ধরাজ, গোলাপ কিংবা কাঠগোলাপ। আর খোঁপায় গাজরা গুঁজে দিলে পারফিউমের আর দরকার পড়বে না।

চুলে আটকা পড়া ফুলের সুগন্ধ মনের ভেতর একধরনের স্নিগ্ধ, ফুরফুরে সতেজ ভাব নিয়ে আসে। আর সৌন্দর্য একলাফে বেড়ে যায় অনেকখানি। চুলের এই সাজ কিন্তু অনেক পুরোনো। ঘুরে-ফিরে আরামদায়ক ও ফ্যাশনেবল স্টাইলগুলোই পায় জনপ্রিয়তা। আর এখন চুলের নয়া ফ্যাশন হলো খোঁপা। যদিও স্টাইলটি কিন্তু অনেক পুরোনো। তবে হালের ফ্যাশনের সংযোগে খোঁপায় আনা যায় ভিন্নতা।

খোঁপার একটি অন্যতম অনুষঙ্গ হলো ফুল। আর বসন্তে চুলের ভাঁজে ফুল গুঁজে নেওয়া, সে তো চিরচেনা। নতুনভাবে চুলের ফ্যাশনের অংশ খোঁপায় গাজরা বেঁধে নেওয়া। খুব ঢিলেঢালা বাঁধন নয়, একটু আঁটসাঁট স্টাইলেই খোঁপা বেঁধে নিতে পারেন।

মাঝে পুরোপুরি সিঁথি কেটে বা আলতো সিঁথি—দুইভাবেই আঁটসাঁট খোঁপা বাঁধা যায়। তবে চুল একেবারেই মিশিয়ে রাখতে হবে। সে ক্ষেত্রে চুলের জেল বা স্প্রে ব্যবহার করতে পারেন। কিছুই না থাকলে পানি দিয়েও সেট করে নিতে পারেন। আবার চাইলে কানের দুই পাশে চিকন বেণিও করে নিতে পারেন।

এমন খোঁপার সঙ্গে অনেক বেশি গাজরার কলি নয়, বরং একটি মালাই ভালো দেখাবে। যাতে খোঁপাটা চোখের আড়াল হয়ে না যায়। চাইলে গাজরার সঙ্গে কিছু গোলাপি আভার গোলাপ মিশিয়ে নিতে পারেন।

যেকোনো রঙের পোশাকের সঙ্গে মানানসই সাদা রঙের গাজরা। গাঢ় নীল, বেগুনি, সবুজ, পেস্ট, লালের সঙ্গে সঙ্গে সাদা, বাদামি, ঘিয়ের মতো রঙেও বাঁধা যাবে গাজরা।

ফুল সাধারণত শাড়ির সঙ্গেই বেশি ভালো লাগে। তবে সালোয়ার-কামিজ, আনারকলি বা লেহেঙ্গার সঙ্গেও মন্দ লাগবে না সাদা গাজরার ছোট কলি। খোঁপা করলে কানে পরে নিন ঝুমকা বা মুক্তার বড় দুল। এতে আটকা চুলের সৌন্দর্য আরও ফুটে উঠবে।

একনজরে গাজরার সাজ

* খোঁপাটা আঁটসাঁট করে বাঁধতে হবে।

* গাজরার আকৃতি এমন হবে, যাতে ফুল আর খোঁপা দুটিই দেখা যায়। তাই বেশি ফুল ব্যবহার না করাই ভালো।

* চুল যেন সামনে থেকে বেরিয়ে না থাকে, সে জন্য ভালোভাবে সেট করে নিতে হবে। প্রয়োজনে জেল বা স্প্রে ব্যবহার করা যায়।

* দেশি ঐতিহ্যবাহী লুকেই গাজরা বেশি মানানসই।

* যেকোনো রঙের সঙ্গেই চলে গাজরা।

* বিয়েতেও দিব্যি ট্রেন্ডে আছে গাজরার সাজ।

nupa alam

Recent Posts

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago

কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ আবারও চালু

সরকারিভাবে ২ চিকিৎসক পদায়ন, আরও ২ চিকিৎসক বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি নুপা আলম :…

4 days ago

পেকুয়ায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার : অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে…

4 days ago