নিজস্ব প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে ভেসে এসেছে অর্ধ-গলিত একটি মৃত তিমি।
টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, শুক্রবার মধ্যরাতে টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্র সৈকতে মৃত তিমিটি ভেসে আসে।
তিমিটি পঁচে অর্ধ-গলিত অবস্থায় পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে অন্তত এক সপ্তাহ আগেই মৃত্যু হয়েছে জানান ইউএনও।
এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্ট এবং হিমছড়ি পয়েন্টে দুইটি মৃত তিমি ভেসে এসেছিল।
পারভেজ বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফ ও উখিয়া উপজেলা সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্র সৈকতে স্থানীয়রা একটি মৃত তিমি ভেসে আসার খবর দেয়। পরে রাতেই প্রশাসন, বনবিভাগ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে।
” এসময় সৈকতের বালিয়াড়িতে একটি তিমির মৃতদেহ পাওয়া যায়। তিমিটি পঁচে অর্ধ-গলিত অবস্থায় রয়েছে। তিমিটি দৈর্ঘ্যে ২৬ ফুট এবং পুরুত্ব ৪ ফুটের বেশী। ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। রাতে জোয়ার সময় তিমিটি ভেসে এসে সৈকতে আটকা পড়ে। “
ইউএনও বলেন, ” রাতেই উপজেলা মৎস্য বিভাগ এবং বনবিভাগের সংশ্লিষ্টরা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করেছেন। এরপর সৈকতের অদূরে তিমিটিকে মাটি চাপা দেয়া হয়েছে। “
টেকনাফ উপজেলা মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শওকত আলী বলেন, তিমিটির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…